1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
বিশ্বের যে ১২টি দেশ এখনো করোনা মুক্ত
সোমবার, ০৬ মে ২০২৪, ০২:২২ এএম

বিশ্বের যে ১২টি দেশ এখনো করোনা মুক্ত

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২০

করোনায় সারাবিশ্ব কাঁপছে। সবমিলে ২১৩টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। আক্রান্ত করেছে ৫১ লাখ ৮৮ হাজার ৭১৪ জনকে। মারা গেছেন ৩ লাখ ৩৪ হাজার ৫৮ জনের মতো। তারপরও এমন ১২টি দেশ রয়েছে যারা এখনো করোনার কবলে পড়েনি।

চলুন দেখে নেওয়া যাক বিশ্ব মানচিত্রের বুকে কোন সে ১২টি দেশ যেখানে এখনো পৌঁছায়নি বিশ্বের ত্রাস হয়ে ওঠা করোনাভাইরাস। সম্পর্কিত খবর ৪০ হাজার পরিবারকে দুই কোটি ৮০ লাখ টাকার ত্রাণ দিয়েছেন আইনমন্ত্রীকরোনায় মারা গেলেন হোয়াইট হাউসের সাবেক কর্মীঢাকা কলেজ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

১. উত্তর কোরিয়া

২. মার্শাল আইল্যান্ড

৩. মাইক্রোনেসিয়া

৪. নাউরু

৫. কিরিবাতি

৬. পালাউ

৭. সামোয়া

৮. সলোমান আইল্যান্ড

৯. টেঙ্গো

১০. তুর্কমেনিস্তান

১১. ট্যুভালু এবং

১২. ভানুয়াতু।

এপ্রিলের ১৩ তারিখ পর্যন্ত এই তালিকায় ছিলো ১৬টি দেশ। তার মধ্যে চারটি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সবশেষ করোনা ছড়িয়ে পড়া দেশের তালিকায় রয়েছে—কমোরস, লেসোথো, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে ও তাজিকিস্তান। সূত্র-আল জাজিরা।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ