1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন
শনিবার, ১৮ মে ২০২৪, ১০:১৪ এএম

পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
down

বুধবারের মতো বৃহস্পতিারও (১৬ জুলাই) পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন। আর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯.১১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৪১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৬.৩২ পয়েন্ট এবং সিডিএসইটি ২.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৪৫.৮১ পয়েন্টে, ১৩৬৮.৭৬ এবং ৮০৫.৩১ পয়েন্টে।

ডিএসইতে আজ ২২৫ কোটি ৯৭ লাখ টাকার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪১ কোটি ৮৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২৬৭ কোটি ৮৩ লাখটাকার।

ডিএসইতে আজ ৩২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৮টির বা ১৭.৬২ শতাংশের, শেয়ার দর কমেছে ৭৪টির বা ২২.৪৯ শতাংশের এবং ১৯৭টির বা ৫৯.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৫৯.২৪ পয়েন্টে। সিএসইতে আজ ১৭৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪০টির দর বেড়েছে, কমেছে ৫৭টির আর ৮১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ