পুঁজিবাজার নিয়ে আজ (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধি দল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে,ডিএসইর প্রতিনিধি দলে অংশ নেবেন চেয়ারম্যান ইউনুসুর রহমান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, সালমা নাসরিন, শাকিল রিজভী ও ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক।
উল্লেখ্য,বৈঠকে পুঁজিবাজারের সমস্যা ও বাংলাদেশ ব্যাংকের করণীয় নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।