1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
মোহাম্মদ সামসুর রহমানকে সিআরও হিসেবে পূণঃনিয়োগ
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৩:৩৪ পিএম

মোহাম্মদ সামসুর রহমানকে সিআরও হিসেবে পূণঃনিয়োগ

  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
Untitled-1-4

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) হিসেবে মোহাম্মদ সামসুর রহমানকে পূণঃনিয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সিএসইর আবেদনের প্রেক্ষিতে কমিশন এই অনুমোদন দিয়েছে।

সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে সিএসইর পর্ষদ সামসুর রহমানকে ৩ বছরের জন্য পূণঃনিয়োগের সিদ্ধান্ত নেয়।

সামসুর রহমান সিএসইতে উপ-মহাব্যবস্থাপক ও কর্পোরেট ফাইন্যান্স বিভাগের প্রধান হিসেবে ২০১১ সালে চাকরীতে যোগদান করেন। এরপরে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সিআরও এর দায়িত্ব পালন করেন এবং ২০১৭ সালে সিআরও হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ পান।

তিনি দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশ (আইসিএমএবি) এর ফেলো সদস্য। আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।

উল্লেখ্য সিএসইতে যোগদানের আগে সামসুর রহমান ব্র্যাক ইন্টারন্যাশনালে হেড অব ইন্টারনাল অডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা সিটি কলেজে সহযোগি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ