1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:০৯ পিএম

সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি

  • আপডেট সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে উঠে এসেছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৪.৭৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৩ দশমিক ৪০ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৩ দশমিক ১৬ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিজেন্ট টেক্সটাইল মিলসের ১৩.১৬ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ১৩.০৮ শতাংশ, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের ১২.৯৫ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ১২.৫৭ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ১২.২৬ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ১২.২৪ শতাংশ ও জেমিনি সী ফুডের ১১.৭৫ শতাংশ দর কমেছে।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ