1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ এএম

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

  • আপডেট সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ গেইনার বা দর বৃ্দ্ধির শীর্ষে উঠে এসেছে সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭.২৬ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৩৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ৮৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে থাকা এসেএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ইউনিট দর বেড়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে ফান্ডটির প্রতিদিন গড়ে ২ কোটি ৫৭ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১০ কোটি ২৮ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের ১৩.৫৯ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ১২.৬৬ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২.২৮ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০.৯১ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১০.৬৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১০.৩০ শতাংশ ও ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১০ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ