1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
দাম কমার শীর্ষে 'এ’ ক্যাটাগরির কোম্পানি
সোমবার, ২০ মে ২০২৪, ০৯:২৯ পিএম

দাম কমার শীর্ষে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি

  • আপডেট সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
top ten loss

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষে রয়েছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার। দাম কমার শীর্ষ থাকা ১০ কোম্পানির মধ্যে ৯টিই ‘এ’ ক্যাটাগরির। বাকি ১টি কোম্পানি ‘জেড’ ক্যাটাগরির। দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, দাম কমার শীর্ষে অবস্থান করছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি। বিদায়ী সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দাম কমেছে ১২.৭০ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৩৬ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ৭ কোটি ২৭ লাখ ৩৩ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটির প্রতিটি ইউনিট সর্বোচ্চ দাম কমেছে ১২.৫০ শতাংশ। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট সর্বমোট ৯ কোটি ২৫ লাখ ১৮ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ১ কোটি ৮৫ লাখ ৩ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বোচ্চ দাম কমেছে ১১.২৫ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ২৭ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৫২ লাখ ৮৬ হাজার টাকা।

চতুর্থ স্থানে রয়েছে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড। ফান্ডটির প্রতিটি ইউনিট সর্বোচ্চ দাম কমেছে ৯.৮৮ শতাংশ। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট সর্বমোট ১১ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ২ কোটি ২৭ লাখ ৭২ হাজার টাকা।

পঞ্চম স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটির প্রতিটি ইউনিট সর্বোচ্চ দাম কমেছে ৯.২৮ শতাংশ। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট সর্বমোট ৫ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকা।

এছাড়া, তালিকার ষষ্ঠ স্থানে এসিআই, সপ্তম স্থানে তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স, অষ্টম স্থানে শ্যামপুর সুগার মিলস, নবম স্থানে পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং দশম স্থানে রয়েছে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ