1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বেস্ট হোল্ডিংসে সরকারি ব্যাংকের বিনিয়োগ কেন, জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:০৮ এএম

বেস্ট হোল্ডিংসে সরকারি ব্যাংকের বিনিয়োগ কেন, জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
Ministry of Finance

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক-সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক ৬৫ টাকা দরে শেয়ার কিনে ঢাকার পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ানের পরিচালনাকারী কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডে যে বিপুল অংকের অর্থ বিনিয়োগ করেছে, তার ‘যৌক্তিকতা’ জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিএসইসি ও বিআইসিএম শাখা থেকে সিনিয়র সহকারী সচিব সিদ্দিকুর রহমানের স্বাক্ষরে ওই চিঠি ব্যাংকগুলোতে পাঠানো হয়।

চিঠিতে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান নির্বাহী/ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো এক চিঠিতে বেস্ট হোল্ডিংসে বিনিয়োগ অনুমোদনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদের সভার কার্যবিরণী এবং বিনিয়োগ ধারাবাহিকতার পরিপূর্ণ চিত্রও জানতে চাওয়া হয়েছে।

বেস্ট হোল্ডিংসে রাষ্ট্রায়ত্ব সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের ১৮০০ কোটি টাকার শেয়ার রয়েছে। প্রতিটি শেয়ার কেনা হয়েছে ৬৫ টাকা দরে। সব মিলিয়ে বেস্ট হোল্ডিংসে ওই চার ব্যাংকের শেয়ারের পরিমাণ ২৯.০৬ শতাংশ।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী সরকারি কোম্পানি বা রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো কোম্পানির এখন পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্ত হওয়ার সুযোগ নেই।

সেই নিয়ম এড়িয়ে বেস্ট হোল্ডিংস সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজার থেকে ২৮৩ কোটি টাকা তোলার আবেদন করে। এক্ষেত্রে তারা চার সরকারি ব্যাংকের শেয়ার থাকার বিষয়টি যুক্তি হিসেবে দেখায়।

সেই সঙ্গে নির্মাণ খাতের কোম্পানিগুলোকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্ত হওয়ার সুযোগ দিতে নিয়ম শিথিলের সুপারিশ করে তিন মাস আগে অর্থমন্ত্রীর স্বাক্ষরে পাঠানো একটি চিঠিকেও তারা যুক্তি হিসেবে ব্যবহার করে।

তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্ষদ সভায় ওই আবেদন নিয়ে আলোচনার আগেই পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কয়েকটি আইনি প্রশ্ন তুলে বেস্ট হোল্ডিংসের তালিকাভুক্তির সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়।

বিতর্কের মধ্যে অর্থমন্ত্রীর স্বাক্ষরে পাঠানো সেই চিঠির কার্যকারিতাও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয় মন্ত্রীর দপ্তর থেকে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ