1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
আইপিওতে সব আবেদনকারী শেয়ার বরাদ্দ পাবে: বিএসইসি
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৩:৫০ এএম

আইপিওতে সব আবেদনকারী শেয়ার বরাদ্দ পাবে: বিএসইসি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
IPO---

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনের জন্য সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দের ক্ষেত্রে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ বাধ্যতামূলক করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আবেদন করা সব বিনিয়োগকারী আনুপাতিক হারে শেয়ার পাবে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিএসইসির ৭৫৫তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদেরকে কমপক্ষে ১০ হাজার টাকার বা উহার গুণিতক আবেদন করতে হবে।

এছাড়া কমিশন বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিং ও প্রসপেক্টাস প্রকাশের জন্য বিদ্যমান দুই দফায় সম্মতি পত্র দেওয়ার পরিবর্তে উভয়ের জন্য একসাথে সম্মতি পত্র প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

কমিশনের এসব সিদ্ধান্ত আগামি ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ