1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
শেয়ার লেনদেন অনিয়মে আলহাজ্ব টেক্সটাইলের ৫৫ লক্ষ টাকা জরিমানা
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:০১ এএম

শেয়ার লেনদেন অনিয়মে আলহাজ্ব টেক্সটাইলের ৫৫ লক্ষ টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইলের পরিচালক মো. সামসুল হুদাকে ৫৫ লক্ষ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আজ বৃহস্পতিবার বিএসইসির ৭০৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, কমিশনের এসআরএমআইসি বিভাগের পর্যবেক্ষণের ভিত্তিতে আলহাজ্ব টেক্সটাইল মিলস্ লিমিটেড (ইস্যুয়ার) এর পরিচালক মো. সামসুল হুদা এবং এএনএফ ম্যানেজমেন্ট কোম্পানি (সামসুল হুদার মালিকানাধীন কোম্পানি) এর বিভিন্ন সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রির মাধ্যমে আলহাজ্ব টেক্সটাইল মিলস এর পরিচালক মো. সামসুল হুদা যথাক্রম কমিশনের তিনটি আইন ভঙ্গ করেছে। তাই আইন ভঙ্গের দায়ে মো. সামসুল হুদাকে কমিশন ৫০ লক্ষ টাকা জরিমানা করেছে। এছাড়া এএনএফ ম্যানেজমেন্ট কর্তৃক মো. সামসুল হুদার (আলহাজ্ব টেক্সটাইল মিলসের পরিচালক থাকাকালীন) পূর্ব ঘোষণা ছাড়া ১ লাখ ৪৫ হাজার ৭২৮টি শেয়ার বিক্রিতে সহযোগিতা কার হয়েছে। এবং সামসুল হুদা এএসএফ ম্যানেজমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক । এএনএফ ম্যানেজমেন্টের এ ধরণের কাজের মাধ্যমে দুটি আইন ভঙ্গ করেছেন। উপর্যুক্ত আইন ভঙ্গের দায়ে সভায় এএনএফ ম্যানেজমেন্টকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সিদ্ধান্তে আরও বলা হয়েছে, আলহাজ্ব টেক্সটাইলের বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স ১৯৬৯ এর সেকশন ১৮ ভঙ্গের অভিযোগ প্রমাণিত না হওয়ায় সভায় কোম্পানিকে বর্ণিত অভিযোগ থেকে অব্যহতি দেয়া হয়েছে। এবং কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলক ‘স্পট মার্কেট’ এ লেনদেনের আদেশ প্রত্যাহার এর সিদ্ধান্ত হয়।

শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ