1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
আগামীকাল জেএমআই সিরিঞ্জের এজিএম ইজিএম
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ এএম

আগামীকাল জেএমআই সিরিঞ্জের এজিএম ইজিএম

  • আপডেট সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
jmi

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী শনিবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এদিন ঢাকার সিদ্ধেশ্বরী রোডে অবস্থিত স্কাই হোটেলে বেলা ১১.৩০ মিনিটে এজিএম ও ১০.৪৫ মিনিটে ইজিএম অনুষ্ঠিত হবে।

এজিএমে কোম্পানির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন করা হবে। প্রসঙ্গত ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিকবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

অন্যদিকে কোম্পানির পরিচালনা পর্ষদ আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের ১২১ নং ধারা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। ধারা অনুযায়ী সাধারণ সভায় কোম্পানির পরিচালকের সংখ্যা ৫ জনের কম হবে না এবং ২০ জনের বেশি হবে না। বিষয়টি বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য ইজিএম আহ্বান করেছে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ