1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
আর্থিক খাতের দৈন্যদশা যেন কাটছেই না
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৫:৫৫ পিএম

আর্থিক খাতের দৈন্যদশা যেন কাটছেই না

  • আপডেট সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

পূ্ঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানির সংখ্যা ২৩টি। এরমধ্যে ১০টির বাজার দর ফেসভ্যালুর নীচে, ৬টির দর ১০ থেকে ২০ টাকার মধ্যে। অবশিষ্ট ৭টির দরেরও হেরফের তেমন নয় বলে বিনিয়োগকারীদের আকর্ষণ হারিয়ে ফেলছে।

কোম্পানিগুলোর সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৮টি কোম্পানির মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ২০ পয়েন্টের নিচে, ৫টি কোম্পানির ৪০ পয়েন্টের নিচে এবং তিনটি কোম্পানির ৪০ পয়েন্টের উপরে। আর লোকসানে থাকার কারণে ৬টি কোম্পানির পিই নেগেটিভ বা ঋণাত্মক। আর ১টি কোম্পানি চালিকাচ্যুতির পথে।

সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিগুলোর পিই হল-উত্তরা ফিন্যান্স ৫.২২, জিএসপি ৯.০৪ আইডিএলসি ১০.৮৯, ইসলামিক ফিন্যান্স ১২.১৩, আইপিডিসি ১২.৭৩, ইউনাইটেড ফিন্যান্স ১৩.১১, ডিবিএইচ ১৪.৯০, ন্যাশনাল হাউজিং এন্ড ফিন্যান্স ১৮.৪১, ফিনিক্স ফিন্যান্স ২০.৫৬, লংকাবাংলা ফিন্যান্স ২৪.৮১, ফাস ফিন্যান্স ৩২.৫০, ইন্টারন্যাশনাল লিজিং ৩৫.৪৫, বে লিজিং ৩৯.২৩, বিডি ফিন্যান্স ৪৯.২৯, প্রিমিয়ার লিজিং ৫০, প্রাইম ফিন্যান্স ৬৪.২৯। নেগেটিভ বা ঋণাত্মকের ৬টি কোম্পানি হল- বিআইএফসি, ফাস্ট ফিন্যান্স, ফারইস্ট ফিন্যান্স, আইসিবি, মাইডাস ফিন্যান্স, ইউনিয়ন ক্যাপিট্যাল। আর পিপিলস লিজিং বর্তমানে তালিকাচ্যুতির পথে রয়েছে।

মো. হেলাল উদ্দিন
উপদেষ্টা, বাংলাদেশ শেয়ার ইনভেস্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ