1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
ডিএসইর বাজার মূলধন বেড়েছে হাজার কোটি টাকার বেশি
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:২৮ এএম

ডিএসইর বাজার মূলধন বেড়েছে হাজার কোটি টাকার বেশি

  • আপডেট সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
dse-utthan

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক আগের সপ্তাহের ধারাবাহিকতায় বিদায়ী সপ্তাহেও কমেছে। তবে প্রধান সূচকের পতন হলেও ডিএসইর বাজার মূলধন দুই হাজার কোটি টাকার বেশি বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিকে সূচকের পতন হলেও সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ডিএসইতে গত সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৮টির। ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে তিন লাখ ৫৭ হাজার ৮১ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল তিন লাখ ৫৪ হাজার ৯৫০ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে দুই হাজার ১৩১ কোটি টাকা।

এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩ দশমিক ৭০ পয়েন্ট বা দশমিক শূন্য ৮ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ৬১ দশমিক ৫৫ পয়েন্ট বা ১ দশমিক ২৯ শতাংশ। এর মাধ্যমে টানা দুই সপ্তাহ সূটকটির পতন হলো।

প্রধান মূল্য সূচকের পতন হলেও বেড়েছে অপর দুটি সূচক। এর মধ্যে ডিএসই-৩০ আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ১২ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ১৯ দশমিক ৬৭ পয়েন্ট বা ১ দশমিক ১৯ শতাংশ।

গত সপ্তাহে ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে দশমিক ৮৫ পয়েন্ট বা দশমিক শূন্য ৮ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ৮ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ।

এদিকে ডিএসইতে লেনদেনের গতি কিছুটা বেড়েছে। তবে দৈনিক গড় লেনদেন তিনশ কোটি টাকার ঘরেই আটকে আছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৯৬ কোটি ২৯ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৩৪৯ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৪৬ কোটি ৭৫ লাখ টাকা বা ১৩ দশমিক ৩৮ শতাংশ।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার ৯৮১ কোটি ৪৯ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় এক হাজার ৩৯৮ কোটি ১৮ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ৫৮৩ কোটি ৩১ লাখ টাকা।

গত সপ্তাহের মোট লেনদেনের মধ্যে ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠানের অবদান দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৩৪ শতাংশ। ডিএসইর মোট লেনদেনে ‘বি’ গ্রুপের অবদান ১৪ দশমিক ৫৪ শতাংশ। এছাড়া ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠানের অবদান ২ দশমিক ২৪ শতাংশ এবং ‘এন’ গ্রুপের অবদান ৩ দশমিক ৮৮ শতাংশ।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল টিউবসের শেয়ার। কোম্পানিটির ৭৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা সপ্তাহজুড়ে হওয়া মোট লেনদেনের ৩ দশমিক ৯৬ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের শেয়ার লেনদেন হয়েছে ৭৫ কোটি ১৮ লাখ টাকার, যা সপ্তাহের মোট লেনদেনের ৩ দশমিক ৭৯ শতাংশ। ৪৯ কোটি ১১ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স।

লেনদেনে এরপর রয়েছে- বিকন ফার্মাসিউটিক্যালস, এশিয়া ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্টাইল ক্রাফট এবং ন্যাশনাল পলিমার।

শেয়ারবার্তা / মিলন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ