1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
জেএমআই সিরিঞ্জের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৩৪ এএম

জেএমআই সিরিঞ্জের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • আপডেট সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জ এবং মেডিকেল ডিভাইস লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। সভায় শেয়ারহোল্ডারা ৩০ জুন ২০১৯ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদ ঘোষিত ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়।

শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ৪৭ সিদ্ধেশ্বরী রোড, স্কাই সিটি হোটেলে অনুষ্ঠিত এজিএমে এ অনুমোদন দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেএমআই সিরিঞ্জ এবং মেডিকেল ডিভাইস লিমিটেডের চেয়ারম্যান মো: জাবেদ ইকবাল পাঠান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুর রাজ্জাক, নমিনি পরিচালক হিসাও নাকামরি(জাপান), তিনজন স্বাধীন পরিচালক, কোম্পানি সেক্রেটারি মো: তারেক হোসেইনসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

শেয়ারবার্তা / মিলন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ