বুধবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ২৩টির বা ৬.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশে বেড়েছে প্রিমিয়ার লিজিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫.৯০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ৮.৪৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্রিমিয়ার লিজিং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আজিজ পাইপসের ৫.০১ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ১.৩৮ শতাংশ, পূবালী ব্যাংকের ১.২৬ শতাংশ, নাভানা সিএনজির ০.৯০ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ০.৮২ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ০.৭৪ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ০.৬৭ শতাংশ, বিডি ল্যাাম্পসের ০.৫৬ শতাংশ এবং লাভেলো আইসক্রীমের শেয়ার দর ০.৪৭ শতাংশ বেড়েছে।