1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
দর বাড়ার শীর্ষ তালিকায় বস্ত্র খাত
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:২৪ পিএম

দর বাড়ার শীর্ষ তালিকায় বস্ত্র খাত

  • আপডেট সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
geinar

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার দর বাড়ার শীর্ষ তালিকায় আধিপত্য বিস্তার করছে বস্ত্র খাতের কোম্পানি। তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৭টিই বস্ত্র খাতের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্য কোম্পানিগুলো- মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার, রিজেন্ট টেক্সটাইল, মেট্রো স্পিনিং, এসিআই, আমান ফিড ও হামিদ ফেব্রিক্স লিমিটেড।

তথ্য অনুযায়ী, সোমবার গেইনার তালিকার শীর্ষে রয়েছে সায়হাম টেক্সটাইল। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১০৭ বারে ৫১ হাজার ২৩৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা বা ৯.৮০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ১৩০ বারে ৬ লাখ ৫৫ হাজার ৪২৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯১ লাখ টাকা।

তালিকার চতুর্থ স্থানে থাকা তসরিফা ইন্ডাস্ট্রিজের ১ টাকা বা ৯.৪৩ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ