1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারে ফেরিওয়লাদের ফের আনাগোনা
রবিবার, ১৮ মে ২০২৫, ১১:২৯ পিএম

পুঁজিবাজারে ফেরিওয়লাদের ফের আনাগোনা

  • আপডেট সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
halted

কিছুদিন বিরতির পর পুঁজিবাজারে আবারও আনাগোনা বাড়ছে গুজবকারীদের। বিভিন্ন ফেসুবক গ্রুপে তারা সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কেনায় প্রলুব্দ করতে নানা গুজবে মেতে উঠছে।

আনোয়ার হোসেন নামের এক আইডি থেকে গত বুধবার ও বৃহস্পতিবার একটি শেয়ার “রোববার থেকে টানা হল্টেড হবে এবং শর্ট টাইমে ডাবল প্রফিট হবে” এমন ম্যাসেজ দিচ্ছে।
এর আগেও এই আইডি থেকে অনেকবার বিভিন্ন শেয়ার নিয়ে মুখরোচক পোস্ট দিয়েছে। কিন্তু তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ কারণে সম্প্রতি আরো বেশি বেপরোয়া হয়ে পড়ছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, অবিলম্বে আইডিটির ব্যক্তিকে সনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া জরুরী। এ বিষয়ে তারা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সরকারের সংশ্লিষ্ট অপরাদ তদন্ত বিভাগের আশু হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন।

এর আগে গত ২২ মার্চ পুঁজিবাজার নিয়ে ফেসবুক বা অন্য যেকোনো উপায়ে গুজব ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরপর থেকে শেয়ার গুজবকারীরা কিছুদিন নিরব ছিল। নিয়ন্ত্রক সংস্থার দৃশ্যমান কোন ব্যবস্থা না দেখে তারা আবারও সরব হয়ে উঠছে। শুরু করছে কারসাজিকারীদের পক্ষে নানা গুজব। যা পুঁজিবাজারের জন্য শুভ নয়। এসব গুজব বন্ধ করতে অবিলম্বে নিয়ন্ত্রক সংস্থাকে কার্যকর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ