1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
ব্রোকারেজ হাউজগুলোর এক্সটেনশন অফিসের সীমা বৃদ্ধি
রবিবার, ১৬ জুন ২০২৪, ০১:৫৪ এএম

ব্রোকারেজ হাউজগুলোর এক্সটেনশন অফিসের সীমা বৃদ্ধি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
bsec

ব্রোকারেজ হাউজগুলোর এক্সটেনশন (বর্ধিত) অফিস খোলার সীমা বাড়ানো হয়েছে। এই সীমনা ২ কিলোমিটার থেকে বাড়িয়ে ঢাকার দুই সিটি কর্পোরেশনের আয়তন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭০৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, ব্রোকারেজ হাউজগুলোর প্রধান অফিস থেকে সর্বোচ্চ ২ কিলোমিটার দূরত্বে মধ্যে বর্ধিত অফিস করা যায়। তবে সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান অফিস নিকুঞ্জে নিজস্ব নতুন ভবনে স্থানান্তর হওয়ায় তা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। কারন ডিএসইর ওই ভবনে অনেক ব্রোকারেজ হাউজ চলে যাবে। তখন বর্ধিত অফিসগুলোর সাথে দুরত্ব ২ কিলোমিটারে বেশি হবে।

যে কারনে সম্প্রতি ডিএসইর পক্ষ থেকে ব্রোকারেজ হাউজের বর্ধিত অফিসের সীমা বাড়িয়ে রাজধানীর ২ সিটি কর্পোরেশন আয়তন পর্যন্ত করার প্রস্তাব করা হয়। আর এরই ধারাবাহিকতায় সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে।

শেয়ারবার্তা/ সাইফুল ইসালাম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ