1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
রবিবার ধস নেমেছে ব্যাংক-বীমায়
রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৫৩ পিএম

রবিবার ধস নেমেছে ব্যাংক-বীমায়

  • আপডেট সময় : রবিবার, ৬ জুন, ২০২১

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যাংক এবং বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ার দর ধস নেমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ (রবিবার) ব্যাংক খাতের ৩১টি কোম্পানির মধ্যে ২৮টি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মধ্যে ২৭টির বা ৯৬ শতাংশের শেয়ার দর কমেছে।

ব্যাংকগুলের মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ৭.২০ টাকা কমেছে ডাচ-বাংলা ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ এনসিসি ব্যাংকের ২.৯০ টাকা এবং তৃতীয় সর্বোচ্চ প্রাইম ব্যাংকের শেয়ার দর ১.৯০ টাকা কমেছে। এদিন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত ছিল। এছাড়া রেকর্ড ডেটের কারণে আজ তিনটি ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ ছিল।

এদিকে বীমা খাতের ৫০টি কোম্পানির মধ্যে আজ ৩৯টির বা ৭৮ শতাংশের শেয়ার দর কমেছে। এদিন বীমা খাতে শেয়ার দর সবচেয়ে অর্থাৎ ৮.৪০ টাকা কমেছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৮.৩০ টাকা কমেছে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৭.৩০ টাকা কমেছে ফনিক্স ইন্স্যুরেন্সের।

এদিন বীমা খাতের ১০টি কোম্পানির শেয়ার দর বেড়েছে আর একটি কোম্পানির শেয়ার দর অপরিবর্তত ছিল।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ