1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
সপ্তাহ শেষে দাম কমার শীর্ষে যে সব কোম্পানি
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৫০ এএম

সপ্তাহ শেষে দাম কমার শীর্ষে যে সব কোম্পানি

  • আপডেট সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
Looser

সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সাফকো স্পিনিং মিলস। সপ্তাহে কোম্পানির সর্বচ্চ দর কমেছে ২০ দশমিক ৫১ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিলকো ফার্মাসিউটিক্যালস, কনফিডেন্স সিমেন্ট, ন্যাশনাল টিউবস, ফরচুন সুজ, রেনউইক যজ্ঞেশর, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স।

কোম্পানিটি সর্বশেষ ৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ১৮ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৩ লাখ ৭২ হাজার ৮০০ টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে এমএল ডায়িং। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ১৮ দশমিক ২৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৬ কোটি ৯২ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৩৮ লাখ ৪৬ হাজার টাকা।

লিগ্যাসি ফুটওয়্যার তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়রটির সর্বচ্চ দর কমেছে ১৩ দশমিক ৫৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৭২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ৯১ লাখ ৫৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৫৮ লাখ ৩১ হাজার ৮০০ টাকা।

শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ