1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড বিধিমালা অনুমোদন
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৫:২৭ এএম

অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড বিধিমালা অনুমোদন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
bsec

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড) বিধিমালা, ২০১৯ কিছু সংশোধন সাপেক্ষে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৭০৯তম সভায় এই অনুমোদন দেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিধিমালার উল্লেখযোগ্য বিষয়গুলো হলো: সকল প্রকার অ-তালিকাভুক্ত সিকিউরিটিজ (যেমন: অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, যেকোনো প্রকার বন্ড, ডিবেঞ্চার,ম সুকুক, বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, ইত্যাদি) নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে লেনদেনের জন্য অন্তর্ভূক্ত হতে পারবে। এছাড়া সকল প্রকার তালিকাচ্যুত সিকিউরিটিজ নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই বোর্ডে লেনদেনের জন্য অন্তর্ভূক্ত হতে পারবে। এই বোর্ডে শুধুমাত্র অজড় (ডিম্যাটেরিয়ালাইজড) আকারে সিকিউরিটিজ লেনদেন সম্পন্ন হবে এবং বিদ্যমান ওটিসি প্লাটফরমের সিকিউরিটিজসমূহ নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই বোর্ডে লেনদেনের জন্য অন্তর্ভূক্ত হতে পারবে।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ