1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
বিদায়ী সপ্তাহে ১০ কোম্পানির দখলে এক-তৃতীয়াংশ লেনদেন
সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪, ০৪:১৪ এএম

বিদায়ী সপ্তাহে ১০ কোম্পানির দখলে এক-তৃতীয়াংশ লেনদেন

  • আপডেট সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
share-market

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭-২১ এপ্রিল) মোট লেনদেন হয়েছে ২ হাজার ৭৪৪ কোটি ২৬ লাখ ৪০ হাজার ২১২ টাকার শেয়ার ও ইউনিট। এরমধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির লেনদেন হয়েছে ৮৯৬ কোটি ৫৪ লাখ টাকা। এই ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের ৩২.৬৭ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো বেক্সিমকো লিমিটেড, জেএমআই হসপিটাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সোনালী পেপার, আইপিডিসি ফাইন্যান্স, লাফার্জ হোলসিম, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, বিডিকম এবং জেনেক্স ইনফোসিস।

বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৪২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৬ কোটি ৫ লাখ ২০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৮৭ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৬৪ লাখ ২৫ হাজার ৯৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৫ কোটি ৫৯ লাখ ৬৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৪০ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮০ লাখ ৭৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৯১ লাখ ১৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.২৪ শতাংশ।

লেনদেনের চতুর্থ স্থান দখল করেছে সোনালী পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির কোম্পানিটির ১০ লাখ ১৯ হাজার ৭৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৭ কোটি ৩৬ লাখ ২৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১৮ শতাংশ।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার ৩৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ৭৬ লাখ ৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.০৯ শতাংশ।

তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে লাফার্জ হোলসিম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৫ লাখ ৮৬ হাজার ৯৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৫ কোটি ৯৩ লাখ ৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৪০ শতাংশ।

লেনদেন তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে ফরচুন সুজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৩ লাখ ৭৯ হাজার ৯৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫২ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৯৩ শতাংশ।

লেনদেনের তালিকার অষ্টম স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পনিটির ২১ লাখ ৩৩ হাজার ২৩৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৭ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৭৪ শতাংশ।

বিডিকম লেনদেন তালিকার নবম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১১ লাখ ৫৩ হাজার ১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৯ কোটি ১ লাখ ৮৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৪২ শতাংশ।

জেনেক্স ইনফোসিসের লেনদেন তালিকার দশম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৪ লাখ ৯৮ হাজার ৫৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৮ কোটি ১৯ লাখ ৮৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৩৯ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ