1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
মুনাফা বেড়েছে ঢাকা ব্যাংকের
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:১০ পিএম

মুনাফা বেড়েছে ঢাকা ব্যাংকের

  • আপডেট সময় : রবিবার, ১৫ মে, ২০২২
Dhaka-Bank

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেডের চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) বেড়েছে ১০ শতাংশের বেশি। ব্যাংকটির ৪২০তম পর্ষদ সভায় অনুমোদিত চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তথ্যমতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৭৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৬ পয়সা। সে হিসাবে আলোচ্য ব্যাংকটির ইপিএস বেড়েছে ৭ পয়সা বা ১০ দশমিক ৬১ শতাংশ। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৮১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২১ টাকা ৭ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৩ জুন বেলা ৩টায় এজিএম আহ্বান করেছে ব্যাংকটি।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ