1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
কয়েক কোম্পানিকে ঘিরে লেনদেনের বড় অংশ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৫১ এএম

কয়েক কোম্পানিকে ঘিরে লেনদেনের বড় অংশ

  • আপডেট সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
Dse

দেশের শেয়ারবাজারে সাড়ে ৩৫০ এর বেশি কোম্পানি তালিকাভুক্ত থাকলেও সম্প্রতি মাত্র কয়েকটি কোম্পানি ঘিরে লেনদেনের বড় অংশ হচ্ছে। যেসব শেয়ারে কারসাজির অভিযোগ জোড়ালো। যা শেয়ারবাজারের জন্য খুবই ভয়ানক বলে বাজার সংশ্লিষ্টরা মনে করেন।

দেখা গেছে, গত বিদায়ী সপ্তাহে (১৮-২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ হাজার ১১০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ৪৪ শতাংশ হয়েছে মাত্র ১০টি বা আড়াই শতাংশ কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৬ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ৪৩.৮৬ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

১০ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেনে উঠে এসেছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ৮ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৭০টি শেয়ার হাত বদলের মাধ্যমে ১ হাজার ২৪০ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ১২.২৭%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলোর ক্ষেত্রে – বেক্সিমকোতে ১১.২৪%, বাংলাদেশ শিপিং কর্পোরেশনে ৪.৭৪%, জেএমআই হসপিটালে ৩.৫৪%, লাফার্জহোলসিমে ২.৪০%, ইউনিক হোটেলে ২.০১%, ইস্টার্ন হাউজিংয়ে ১.৯৫%, একমি ল্যাবরেটরিজে ১.৯৫%, শাইনপুকুর সিরামিকসে ১.৯০% ও শাহজিবাজার পাওয়ারে ১.৮৫% লেনদেন হয়েছে।

এর আগের সপ্তাহে বেক্সিমকো, ওরিয়ন ফার্মা, জেএমআই হসপিটাল, লাফার্জহোলসিম, শাইনপুকুর সিরামিকস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, নাহি অ্যালুমিনিয়াম, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন হাউজিং ও মালেক স্পিনিংয়ে ৪১.৫৭% লেনদেন হয়েছিল।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ