1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও ডিএসইর লেনদেন কমেছে
শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:২১ পিএম

সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও ডিএসইর লেনদেন কমেছে

  • আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
Dse

গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত থাকলেও লেনদেনে বড় পতন দেখা গেছে। তবে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সামান্য বাড়লেও অন্য দুই সূচকের পতন দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স শূন্য দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৪৪৯ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক শূন্য দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ কমে এক হাজার ৪১৫ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ কমে দুই হাজার ৩১০ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ১০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে ৪০৭ কোটি ১৭ লাখ টাকা। এদিন ১৫ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৪১৪টি শেয়ার ১ লাখ ৬২ হাজার ৩২৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৬৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত ছিল ২১৫টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৯১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ৭১ কোটি ১৫ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৫৭ কোটি ৫৯ লাখ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৫২ কোটি ৭৭ লাখ, ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩৯ কোটি ৯০ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৫ কোটি ৯২ লাখ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ২৪ কোটি ৮৬ লাখ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ২৩ কোটি ৯৭ লাখ, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ২০ কোটি ৭৭ লাখ এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যা লিমিটেডের ২০ কোটি ০৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৯ দশমিক ৭১ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যা লিমিটেড। এর পরের অবস্থানে থাকা এপেক্স ফুডস লিমিটেডের ৮ দশমিক ৭৩ শতাংশ, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ৭৩ শতাংশ, ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৮ দশমিক ৬৫ শতাংশ, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৮ দশমিক ৬১ শতাংশ, তমিজউদ্দীন টেক্সটাইল লিমিটেডের ৮ দশমিক ৫৩ শতাংশ, এপেক্স স্পিনিং মিলস লিমিটেডের ৮ দশমিক ৩২ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৭ দশমিক ৪৯ শতাংশ এবং সোনালী পেপারের ৭ দশমিক ২১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২৩ দশমিক ৯৫ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ কমে ১১ হাজার ৩৯৫ দশমিক ১৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ দশমিক ০৯ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ কমে ১৯ হাজার ১১ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত ছিল ১০৩টির দর। সিএসইতে এদিন ১৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ