1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
প্রথম দিনেই রিং সাইনের লেনদেন ঊর্ধ্বমুখী
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:২০ এএম

প্রথম দিনেই রিং সাইনের লেনদেন ঊর্ধ্বমুখী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
Ring-Shiner-Textiles

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত হওয়া বস্ত্রখাতের রিংসাইট টেক্সটাইল মিলসের শেয়ার আজ দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়েছে। ১০ টাকা ইস্যু মূল্যের এই শেয়ারটির আজ সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত বাড়ার (৫০ শতাংশ) সার্কিট ব্রেকার দেওয়া ছিল। সকাল থেকে কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকার ঘরে লেনদেন হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে শেয়ার দর সর্বোচ্চ লিমিটে গিয়ে পৌছায়। ১৫ টাকায় লেনদেন হয়ে সার্কিট ব্রেকার স্পর্শ করার পাশাপাশি কোম্পানিটির শেয়ার শেষ বেলায় বিক্রেতা সংকেট হল্টেড হয়ে যায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রিংসাইনের আজ মোট ১ কোটি ২০ লাখ ২১ হাজার ৬৯২টি শেয়ার ১০ হাজার ৮৪৬ বার হাতবদল হয়ে লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১৮ কোটি ৩ লাখ ২৫ হাজার টাকা।

আইপিও’র নতুন নিয়ম অনুযায়ী, আগামীকাল কোম্পানির শেয়ার দর বাড়া-কমার সার্কিট ব্রেকার থাকবে আজকের দরের ৫০ শতাংশ। অর্থাৎ যেহেতু আজ ১৫ টাকায় কোম্পানির শেয়ার দর সমাপ্ত হয়েছে। তাই আগামীকাল এ কোম্পানির শেয়ার দর সর্বোচ্চ ২২ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়তে পারে অথবা সর্বনিম্ন ৭ টাকা ৫০ পয়সায় নামতে পারে।

শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ