1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
হাজার কোটি টাকায় জাপানি অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৪৬ পিএম

হাজার কোটি টাকায় জাপানি অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক হাজার একর জমিতে জাপানি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে অবকাঠামোগত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

এক হাজার ৮১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে এ অর্থনৈতিক অঞ্চলের ভূমি উন্নয়ন কাজসহ অন্যান্য অবকাঠামোগত কাজ বাস্তবায়ন করবে জাপানি প্রতিষ্ঠান টোয়া করপোরেশন।

বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ‘নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চলের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পের’ এই ক্রয় প্রস্তাব অনুমোদন পায়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, “আমরা সারাদেশ ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। এগুলো হয়ে গেলে যত্রতত্র শিল্প-কারখনা গড়ে উঠবে না। পরিকল্পনাবিহীনভাবে রাস্তাঘাট ও হাটবাজার তৈরি হচ্ছে, এগুলো বন্ধ হবে। কোন জায়গায় কী করলে ঠিক হবে সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব।”

আড়াইহাজারে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজের অগ্রগতি জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “আমাদের সব কিছু প্রস্তুত। আমরা এখন ভূমি উন্নয়নে কাজ করব। অন্যান্য অবকাঠামোগত কাজ করবে জাপানের প্রতিষ্ঠান টোয়া করপোরেশন।”

এ প্রকল্পের আওতায় ভূমি উন্নয়ন, সীমানা প্রাচীর, সংযোগ সড়ক এবং রিটেনশন পুকুর ও খাল ও পাম্পিং স্টেশন নির্মাণ করা হবে।

গত মার্চে ২ হাজার ৫৮২ কোটি টাকায় ‘নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চলের জন্য অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক এ প্রকল্পে অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনক)।

এর মধ্যে জাপানি ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ অবকাঠামো তৈরির ব্যয়ের ২ হাজার ১২৭ কোটি টাকা দিচ্ছে জাইকা।

২০২৩ সালের মধ্যে ভূমি উন্নয়নের কাজ শেষ করে বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করেছে বাস্তবায়নকারী সংস্থা অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ