1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
পিপলস লিজিংয়ের পরিচালকসহ ৩০ কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৩০ এএম

পিপলস লিজিংয়ের পরিচালকসহ ৩০ কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯

নন-ব্যাংকিং আর্থিক খাতে অবসায়ন প্রক্রিয়ায় থাকা কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফসিএল) ২১ জন পরিচালক ও ৯ কর্মকর্তাসহ মোট ৩০ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত। একইসঙ্গে তাদের পাসপোর্ট জব্দ করার নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ১৮ পরিচালক এবং ৯ জন কর্মকর্তা।

বাংলাদেশ ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান এ বিষয়ে জানিয়েছেন, উচ্চ আদালতে বিচারপতি খুরশিদ আলমের একক বেঞ্চ গত ৩ ডিসেম্বর শুনানি শেষে ৫ ডিসেম্বর পিপলসের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক ও কর্মকর্তাসহ ৩০ জনের দেশ ত্যাগের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন। একইসঙ্গে আদালত তাদের পাসপোর্ট জব্দ করারও নির্দেশ দিয়েছেন।

ব্যারিস্টার মেজবাহুর রহমান আরো বলেন, নিষেধাজ্ঞা দেয়া ৩০ জনের মধ্যে ১১ জনের ব্যাংক হিসাব আগে থেকেই ব্যাংক হিসাব জব্দ ছিল। এখন ওই ১১ জনের ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং পাসপোর্ট জব্দ করারও নির্দেশ দেয়া হয়েছে। অবশিষ্ট ১৯ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং পাসপোর্ট জব্দ করার নির্দেশ দেয়া হয়েছে। অর্থাৎ ৩০ জনের প্রত্যেকেরই বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং পাসপোর্ট জব্দ করার নির্দেশ দেয়া হয়েছে।

বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা ৩০ জনের মধ্যে ২১ জনই পরিচালক, অবশিষ্ট ৯ জন কর্মকর্তা। পরিচালক ২১ জনের মধ্যে রয়েছেন, চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী, ব্যবস্থাপনা পরিচালক সামিউল হুদা ও এমএ ইউসুফ খান। এছাড়াও পরিচালক সায়মা ইসলাম, অমিতাভ অধিকারী, নার্গিস আলামিন, হুমায়িরা আলামিন, আরেফিন শামসুল আলামিন, এম মোয়াজ্জেম হোসেন, মতিউর রহমান, ইউসুফ ইসমাইল, বিশ্বজিৎ কুমার রায়, খবিরউদ্দিন মিয়া ও এম শহিদুল হক।

অন্যদিকে ইন্ডিপেনডেন্ট পরিচালক হলেন, নিজামুল আহসান, আবদুল কাদের সিদ্দিকী, শিখর কুমার হালদার, এমডি ইকবাল সাঈদ, সুকুমার মৃধা। বাকি দুইজন নমিনেটেড পরিচালক এরা হলেন- নোয়াং চুং মং ও নাইং আইং টিং।

এছাড়া পিপলস লিজিংয়ের ৯ কর্মকর্তার মধ্যে রয়েছেন, এক্সিকিউটিভ পরিচালক হেলাল উদ্দিন, হেড অব লাইবেরিটি হারুন আর রশিদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাদিক আহমেদ জামাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সোহেল শামস, সিনিয়র সেলস ম্যানেজার গোলাম মহিউদ্দিন পলাশ, সেলস এক্সিকিউটিভ ফিরোজ মাহমুদ ও তরিকুল ইসলাম, উপমহাব্যবস্থাপনা পরিচালক কবির মোস্তাক আহমেদ, মহাব্যবস্থাপক নৃপেন্দ্র চন্দ্র পন্ডিত।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ