1. info.s[email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : muzahid : muzahid
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
আরো তলানিতে পুঁজিবাজার
শনিবার, ১০ জুন ২০২৩, ১০:১৭ এএম

আরো তলানিতে পুঁজিবাজার

  • আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
dse

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ধারাবাহিক দরপতনে প্রতিদিনই সূচক সর্বনিম্ন অবস্থানে চলে যাচ্ছে। এদিন ডিএসইতে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৯৮ পয়েন্ট, যা গত ৩ বছর ৫ মাস বা ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৬ সালের ১০ জুলাই ডিএসই প্রধান সূচকের অবস্থান ছিল ৪ হাজার ৪৯৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৮ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩০৬ কোটি ৫৪ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৪৩ কোটি ৫ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৩৪৯ কোটি ৫৯ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬৭১ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবার্তা/সাইফুল ইসলাম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ