1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
মূলধন বাড়াতে ইজিএম করবে বিডি থাই ফুড
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:৪৯ এএম

মূলধন বাড়াতে ইজিএম করবে বিডি থাই ফুড

  • আপডেট সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহার পরিকল্পনায় পরিবর্তন আনা ও অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ১৪ ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় ভার্চুয়াল মাধ্যমে ইজিএম আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২০ নভেম্বর।

তথ্য অনুসারে, গত বছরের ৩ অক্টোবর বিএসইসির ৭৯৩তম কমিশন সভায় বিডি থাই ফুডের আইপিও অনুমোদন দেয়া হয়। এ আইপিও প্রসপেক্টাসে উল্লেখিত অর্থ ব্যবহার পরিকল্পনায় পরিবর্তন এনে এরই মধ্যে চলতি বছরের ৯ মে অনুষ্ঠিত কোম্পানিটির ইজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। যাতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিও অনুমোদন দিয়েছে। তবে বিশ্ববাজারে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হওয়ায় অনুমোদিত পরিকল্পনা অনুসারে যন্ত্রপাতি ও অন্যান্য মালামাল কিনতে কোম্পানিটির ৩৫ শতাংশ বেশি অর্থ ব্যয় হবে। তাই আরেকবার আইপিও অর্থ ব্যবহার পরিকল্পনায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি বিডি থাই ফুডের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৩০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ