1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
মুন্নু সিরামিকের ১৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:১৫ পিএম

মুন্নু সিরামিকের ১৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন

  • আপডেট সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১ হাজার ৬৮১ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৩ দশমিক ৭৫ শতাংশ বা ৫৬৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। এ দশ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ১ কোটি ১ লাখ ৬১ হাজার ১১৭টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ১৩৮ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৮ দশমিক ২৬ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ দশমিক ৫০ শতাংশ।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২১ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৫ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ১৪ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২১ নভেম্বর। সর্বশেষ হিসাব বছরে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ১ টাকা ৩ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯০ পয়সা।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ