1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
কাল ছয় কোম্পানির এজিএম
রবিবার, ১৬ জুন ২০২৪, ০২:২০ এএম

কাল ছয় কোম্পানির এজিএম

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
AGM

পুঁজিবাজারের তালিকাভুক্ত ছয় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ছয়টি হলো: সোনারগাঁও টেক্সটাইল, কেঅ্যান্ডকিউ, ফু-ওয়াং ফুডস, জিবিবি পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং আলিফ ম্যানুফ্যাকচারিং।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পনিগুলোর এজিএম সোনারগাঁও টেক্সটাইলের বেলা ১১টায়, বরিশাল ক্লাব, বরিশালে; কেঅ্যান্ডকিউয়ের সকাল সাড়ে ১০টায়, হোটেল সুন্দরবন, ১১২ বীর উত্তম, সি.আর দত্ত রোড, ঢাকাতে; ফু-ওয়াং ফুডসের সকাল ১০টায়, ঈগল হল ৩, রাওয়া কমপ্লেক্স, মহাখালী, ডিওএইচএস, ঢাকাতে; জিবিবি পাওয়ারের সকাল সাড়ে ৯টায়, কনফারেন্স হল, হোটেল নাজ গার্ডেন, সিলিমপুর, বগুড়াতে; আলিফ ইন্ডাস্ট্রিজের দুপুর সাড়ে ১২টায়, গুলশান ক্লাব, হাউজ নং এনডব্লিউজে-২/এ, বীর উত্তম সুলতান মাহমুদ রোড, গুলশান-২ ঢাকাতে এবং আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের এজিএম দুপুর দেড়টায়, গুলশান ক্লাব, হাউজ নং এনডব্লিউজে-২/এ, বীর উত্তম সুলতান মাহমুদ রোড, গুলশান-২ ঢাকাতে অনুষ্ঠত হবে।

শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ