1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
আলহাজ টেক্সটাইলের শেয়ারদর বেড়েছে ১২ শতাংশ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:২১ এএম

আলহাজ টেক্সটাইলের শেয়ারদর বেড়েছে ১২ শতাংশ

  • আপডেট সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
alhajtext

পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রায় ১২ শতাংশ বেড়েছে। এ বৃদ্ধি নিয়ে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দর বাড়ার তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে আলহাজ টেক্সটাইলের শেয়ারদর ছিল ১৭৩ টাকা ৭০ পয়সায়। সপ্তাহ শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ১৯৪ টাকা ৩০ পয়সায়। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ টাকা ৬০ পয়সা বা ১১ দশমিক ৮৬ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির মোট ৪১ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৮ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১২ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৯ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৪৭ পয়সায়।

আলোচ্য সময়ে লোকসান হওয়ার কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, এ সময়ে তাদের উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি পণ্যের বিক্রয়মূল্য কমেছে। পাশাপাশি প্রসাশনিক ব্যয় বাড়ায় আলোচ্য সময়ে কোম্পানিটিকে লোকসান গুনতে হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ