1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
অস্তিত্ব সংকটে ঢাকা ডাইং
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৪৩ এএম

অস্তিত্ব সংকটে ঢাকা ডাইং

  • আপডেট সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
Dacca dyeing

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। যা কোম্পানিটির ব্যবসাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এ কারনে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে নিরীক্ষক শঙ্কা প্রকাশ করেছেন।

কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ব্যবসায়িক মন্দায় পূঞ্জীভূত আয় ঋণাত্মক হয়ে গেছে। এছাড়া দীর্ঘমেয়াদি ঋণের অনেক বড় অংশ পরিশোধের জন্য সময় হয়েছে এবং স্বল্পমেয়াদি ঋণও রয়েছে এ তালিকায়। অথচ কোম্পানির উৎপাদন সক্ষমতা ব্যবহার অনেকাংশে কমে এসেছে। বিদ্যমান এই শোচণীয় দুরাবস্থার কারনে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ঢাকা ডাইংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ৮৭ কোটি ১৫ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৯০ শতাংশ। কোম্পানিটির রবিবার (২৬ মার্চ) শেয়ার দর দাঁড়িয়েছে ১৩.২০ টাকায়।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ