1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
প্রধান সূচক ডিএসইতে উত্থান, সিএসইতে পতন
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৫৮ এএম

প্রধান সূচক ডিএসইতে উত্থান, সিএসইতে পতন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
dse-cse-1

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে লেনদেন শেষ হয়েছে। অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেন পরিমান ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৬১২ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫২৭ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৪ দশমিক ২০ পয়েন্টে। ডিএসইএস সূচক ১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৭ দশমিক ৮৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ দশমিক ৮৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬০টি এবং কমেছে ৫৮টির। শেয়ার পরিবর্তন হয়নি ২০৫টির। এদিন ডিএসইতে জেনেক্স ইনফোসিসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন জেনেক্স ইনফোসিস ৪৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিং ৩৭ কোটি ৮৮ লাখ টাকা, আমরা নেটওয়ার্ক ৩২ কোটি ৯২ লাখ টাকা, এপেক্স ফুড ২৭ কোটি ১২ লাখ টাকা, ইউনিক হোটেল ১৮ কোটি ৩৫ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৬ কোটি ৬১ লাখ টাকা, জেমিনি সী ফুড ১৫ কোটি ৫৭ লাখ টাকা, সী পার্ল বিচ ১৫ কোটি ৩৬ লাখ টাকা, এডিএন টেলিকম ১৩ কোটি ৭৫ লাখ টাকা এবং বিডি ল্যাম্পস ১৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপরদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৬ কোটি ৪০ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বুধবার ৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১২৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৩টি, কমেছে ৩৯টি এবং পরিবর্তন হয়নি ৫৩টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩ দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০৪ দশমিক ৭৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক দশমিক শূন্য ৫ পয়েন্ট, সিএসসিএক্স ১ দশমিক ৯৯ পয়েন্ট এবং সিএসআই দশমিক ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৩ দশমিক ২৩ পয়েন্টে, ১০ হাজার ৯৭৩ পয়েন্টে এবং ১ হাজার ১৫০ দশমিক ৩৮ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৭১ দশমিক ১১ পয়েন্টে।

এদিন সিএসইতে সী পার্ল বিচের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন সী পার্ল বিচ ২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর ৩৯ লাখ টাকা, লিগ্যাসি ফুডওয়্যার ৩৬ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ৩৬ লাখ টাকা, বেক্সিমকো ৩১ লাখ টাকা, এপেক্স ফুড ২৬ লাখ টাকা, মনোস্পল পেপার ১৬ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৫ লাখ টাকা, ইউনিক হোটেল ৭৩ লাখ টাকা এবং বসুন্ধরা পেপার ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ