1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
পাঁচ শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ নজর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:২৫ পিএম

পাঁচ শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ নজর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
share

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির রেকর্ড ডেট আজ (১৮ মে) বৃহস্পতিবার। রেকর্ড ডেট এগিয়ে আসায় এই পাঁচ কোম্পানির শেয়ারে বিশেষ নজর রয়েছে বিনিয়োগকারীদের। নিয়ম অনুযায়ী রেকর্ড ডেট পর্যন্ত যার কাছে শেয়ার পাঁচ থাকবে, সেই ডিভিডেন্ড ভোগ করতে পারবে। আর এক্ষেত্রে ডিভিডেন্ড প্রিয় বিনিয়োগকারীরা শেয়ারগুলোতে আজ বেশি নজর রাখবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

আবার যারা ডিভিডেন্ড নিতে চান না, তারা শেয়ারগুলো ছেড়ে দিচ্ছেন। এই পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে ইউসিবি ব্যাংক, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, বাটা সু এবং এশিয়া ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, এই পাঁচ কোম্পানির মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়াও, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ১৫ শতাংশ ক্যাশ, তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স ১২ শতাংশ ক্যাশ, বাটা সু চূড়ান্তভাবে ১০৫ শতাংশ ক্যাশসহ মোট ৩৬৫ শতাংশ ক্যাশ এবং এশিয়া ইন্সুরেন্স ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ