1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
তিন কোম্পানির শেয়ার কিনতে মরিয়া, হঠাৎ উধাও বিক্রেতা
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১১ এএম

তিন কোম্পানির শেয়ার কিনতে মরিয়া, হঠাৎ উধাও বিক্রেতা

  • আপডেট সময় : বুধবার, ৭ জুন, ২০২৩

পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার তিন কোম্পানির শেয়ারের ব্যাপক চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। এ শেয়ারগুলো কিনতে মরিয়া হয়ে ওঠে কিছু বিনিয়োগকারী। কিন্তু আজ লেনদেনের এক পর্যায়ে শেয়ারগুলো বিক্রেতা উধাও হয়ে যায়। ফলে ওইসব বিনিয়োগকারী শেয়ারগুলো কিনতে পারছে না। এজন্য শেয়ারগুলোর দরও স্পর্শ করে দিনের সর্বোচ্চ সীমায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো – বঙ্গজ, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

জানা যায়, আজ বঙ্গজের শেয়ার দর ১৩ টাকা ৩০ পয়সা বেড়ে ১৪৬ টাকা ৩০ পয়সায়, সোনার বাংলা ইন্স্যুরেন্সের দর ৪ টাকা ৬০ পয়সা বেড়ে ৫০ টাকা ৮০ পয়সায় ও ট্রাস্ট ইসলামী লাইফের দর ৫ টাকা ৯০ পয়সা বেড়ে ৬৫ টাকা ৫০ পয়সায় ওঠে আসে।

একদিনে সর্বোচ্চ যতটা বাড়া যায় ঠিক ততটাই বেড়েছে এসব শেয়ারের দর।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ