1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
পাঁচ জীবন বিমা কোম্পানির চমক
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:১৬ এএম

পাঁচ জীবন বিমা কোম্পানির চমক

  • আপডেট সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
insurance

বিদায়ী সপ্তাহজুড়েই শেয়ারবাজারে ছিল বিমা খাতের আধিপত্য। এরমধ্যে জীবন বিমা কোম্পানিগুলো বেশি আধিপত্য দেখিয়েছে। যার ফলে সপ্তাহজুড়ে বিনিয়োগকালীদের সর্বোচ্চ রিটার্ন দেওয়া শীর্ষ দশ কোম্পানির মধ্যে পাঁচটিই জীবন বিমা কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই পাঁচ জীবন বিমা কোম্পানির মধ্যে রয়েছে ট্রাস্ট ইসলামি লাইফ, মেঘনা লাইফ, প্রগ্রেসিভ লাইফ, রূপালী লাইফ এবং সোনালী লাইফ কোম্পানি লিমিটেড।

এই পাঁচ কোম্পানির মধ্যে বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৪ টাকা ৯০ পয়সা। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৭২ টাকায়। অর্থাৎ এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ২৭ টাকা ১০ পয়সা বা ৬০.৩৬ শতাংশ।

মেঘনা লাইফ: সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৯৩ টাকা ৮০ পয়সা। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ১৩০ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৩৭ টাকা ১০ পয়সা বা ৩৯.৫৫ শতাংশ।

প্রগ্রেসিভ লাইফ: সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৮৮ টাকা ৬০ পয়সা। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ১০৭ টাকায়। অর্থাৎ এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকা ৪০ পয়সা বা ২০.৭৭ শতাংশ।

রূপালী লাইফ: সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ২০৮ টাকা ৬০ পয়সা। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ৯০ পয়সা বা ১৪.৮১ শতাংশ।

সোনালী লাইফ: সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৯৮ টাকা ৭০ পয়সা। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ১১১ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৮০ পয়সা বা ১২.৯৭ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ