1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নতুন ট্রেজারার এ এইচ এম ফারুক
সোমবার, ১৩ মে ২০২৪, ০৮:২৬ পিএম

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নতুন ট্রেজারার এ এইচ এম ফারুক

  • আপডেট সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ এইচ এম ফারুক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর’র অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৩ (১) অনুযায়ী তিনি যোগদানের তারিখ হতে আগামী চার বছরের জন্য এই পদে নিয়োজিত থাকবেন।

অধ্যাপক এ. এইচ. এম. ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিষয়ে ১৯৮২ সালে স্নাতক এবং ১৯৮৩ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি ৮ম বিসিএস এ শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তার বর্ণাঢ্য শিক্ষকতার জীবনে তিনি দেশের বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন এবং সর্বশেষ চৌমুহনী সরকারি এস.এ. কলেজ, নোয়াখালীতে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং সকল বিভাগের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে ১৬ জানুয়ারি সকালে নব-নিযুক্ত ট্রেজারার অধ্যাপক এ. এইচ. এম.ফারুককে বরণ করে নেয়া হয়। এসময় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সকল সদস্য নবাগত ট্রেজারারের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ