1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
দর হারানোর শীর্ষে আরএসআরএম স্টিল
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৮:৪২ পিএম

দর হারানোর শীর্ষে আরএসআরএম স্টিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৯টি বা ৪৯.৩৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে আরএসআরএম স্টিলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবসে আরএসআরএম স্টিলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২০.৫০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৯.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৪০ টাকা বা ৬.৮৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে আরএসআরএম স্টিল টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সুমিত পাওয়ারের ৬.৫৫ শতাংশ, খান ব্রাদার্স পিপির ৬.০৪ শতাংশ, আইটি কনসুলেশনের ৪.৬৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৪.৪৭ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৪.৩০ শতাংশ, বেস্ট হোল্ডিংসের ৪.১০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৩.৩৯ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৩.২৯ শতাংশ এবং বিকন ফার্মার ৩.২৩ শতাংশ শেয়ার দর কমেছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ