1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
ডিএসইতে আজ থেকে পরীক্ষামূলকভাবে নতুন সূচক চালু
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৬:১৪ এএম

ডিএসইতে আজ থেকে পরীক্ষামূলকভাবে নতুন সূচক চালু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
A- DSE-

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কারিগরি সহায়তায় আজ সিএনআই-ডিএসই সিলেক্ট ইনডেক্স (সিডিসেট) পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে সূচকটি ডিএসইর ওয়েবসাইটের হোমপেজে চালু করা হবে।

ডিএসই সূত্রে জানা গেছে, নতুন সূচকটি তৈরি ও উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট ছিল শেনঝেন সিকিউরিটিজ ইনফরমেশন কোম্পানি লিমিটেড। সূচকটির ভিত্তি তারিখ ধরা হয়েছে ২১ ডিসেম্বর ২০১৫। এর ভিত্তি ভ্যালু হবে ১ হাজার পয়েন্ট। সূচকটিতে বড় মূলধনি কোম্পানি, মাঝারি মূলধনি কোম্পানি ও স্বল্প মূলধনি কোম্পানি—এ তিনটি ক্যাটাগরি থাকবে।

বর্তমানে গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বিএটিবিসির মতো বড় মূলধনি কোম্পানির শেয়ারদরে উত্থান-পতন হলে ডিএসইর ব্রড ইনডেক্সে বড় ধরনের প্রভাব পড়ে। কিন্তু নতুন সূচকটি চালু হলে বড়, মাঝারি ও স্বল্প মূলধনি কোম্পানিগুলো আলাদা ক্যাটাগরিতে থাকবে। এতে সূচকে এককভাবে হাতেগোনা কয়েকটি কোম্পানির প্রভাব কমে আসবে। অবশ্য এসঅ্যান্ডপির সঙ্গে চুক্তির কারণে এখনই নতুন সূচকটিতে অন্তর্ভুক্তি বাধ্যতামূলক কিংবা বিদ্যমান সূচকের প্রতিস্থাপনা করা হচ্ছে না। ২০২১ সালে এসঅ্যান্ডপির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে নতুন সূচকটি পুরোপুরি কার্যকর হবে বলে জানা গেছে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ