1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
এক নজরে দেখে নিন ৫ কোম্পানির লভ্যাংশ
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:০১ পিএম

এক নজরে দেখে নিন ৫ কোম্পানির লভ্যাংশ

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিদায়ী সপ্তাহে (২৪-২৮ মার্চ) শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো-আইপিডিসি ফাইন্যান্স, রেকিট বেনকিজার, সিটি ব্যাংক, সেন্ট্রাল ইন্সুরেন্স ও আইসিবি ইসলামিক ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে ডিভিডেন্ডের তথ্য জানা গেছে।

আইপিডিসি ফাইন্যান্স
৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য আইপিডিসি ফাইন্যান্স ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৩ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ১৯ পয়সায়।

আগামী ১৬ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ এপ্রিল।

একই বৈঠকে কোম্পানিটির নাম পরিবর্তন করে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড থেকে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেকিট বেনকিজার
৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার ৫৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৯৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭৩ টাকা ৬৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৩৯ টাকা ৫০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫২ টাকা ৬৯ পয়সায়।

আগামী ২৮ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ এপ্রিল।

সিটি ব্যাংক
৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য সিটি ব্যাংক ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস। আগের বছর কোম্পানিটি ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এরমধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ বোনাস।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫ টাকা ২১ পয়সা। যা আগের বছর ছিল ৩ টাকা ৯০ পয়সা।

৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৪২ পয়সায়। যা আগের বছর ছিল ২৭ টাকা ৬৬ পয়সা।

আগামী ৩০ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল।

সেন্ট্রাল ইন্সুরেন্স
৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য সেন্ট্রাল ইন্সুরেন্স ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ০৩ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৯ টাকা ৯৬ পয়সায়। আগের বছর যা ছিল ৪৯ টাকা ৪৫ পয়সা।

আগামী ১২ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।

আইসিবি ইসলামিক ব্যাংক
৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য আইসিবি ইসলামিক ব্যাংক ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৩৮ পয়সা লোকসান হয়েছিল।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৯ টাকা ৩৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি নিটদায় ছিল ১৮ টাকা ৫১ পয়সা।

আগামী ১১ জুলাই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ