1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
উত্থানের বাজার, তারপরও অস্বস্তিতে বিনিয়োগকারীরা
রবিবার, ০৫ মে ২০২৪, ১২:২৫ এএম

উত্থানের বাজার, তারপরও অস্বস্তিতে বিনিয়োগকারীরা

  • আপডেট সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

ধারাবাহিক পতনের ছোবলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা দিশেহারা। লোকসানের পাল্লা তাদের অনেক আগেই অসহনীয় পর্যায়ে চলে গেছে। তারপরও আশায় আশায় বুক বেঁধে থেকেছে।

যদিও মার্জিন ঋণের বিনিয়োগকারীদের সিংহভাগ এরই মধ্যে নিঃশেষ হয়ে গেছে। তাদের হা-পিত্যেশের সীমা-পরিসীমা নেই। তারপরও বাজার ভালো হোক, সামনে যাক এটা সবারই প্রত্যাশা।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। সেদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছিল ১৫ পয়েন্ট। আজ বাজার আরও কিছুটা এগিয়েছে। আজ বেড়েছে ৫১ পয়েন্ট।

তারপরও বিনিয়োগকারীরা স্বস্তিতে নেই। তারা শেয়ার কিনতেও পারছে না, বিক্রি করতেও পারছে না। কেবল সতর্ক অবস্থানে বাজার পর্যবেক্ষণ করছে। যে কারণে আজ সূচক মোটামুটি বড় আকারে বাড়লেও সূচকের সঙ্গে তাল মিলিয়ে লেনদেন বাড়েনি। তবে পতনের চেয়ে পৌনে ৪ গুণ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে বড় বিনিয়োগকারীদের মধ্যে সাম্প্রতিককালে যে রেষারেষির খবর বেরিয়েছিল, তা অনেকটা কমে গেছে। তারা এখন বাজারে ইতিবাচক মনোযোগ দিতে শুরু করেছেন। যার ফলে বাজার ধীরে ধীরে ভালো হবে, খারাপ হওয়ার কোনো কারণ নেই। এক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে।

আজকের বাজার পর্যালোচনা

আজ রোববার (৩১ মার্চ) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮২৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৪৬৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪১১ কোটি ৮ লাখ টাকার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৯২ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৯৬টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৩টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ৯২ লাখ ২১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৪৫ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২১১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ১৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৮৮টির, কমেছিল ৮৫টির এবং অপরিবর্তিত ছিল ২৪টি প্রতিষ্ঠানের।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ