1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
সূচকের ব্যাপক পতনে চলছে লেনদেন
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:৪৬ পিএম

সূচকের ব্যাপক পতনে চলছে লেনদেন

  • আপডেট সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

দীর্ঘ ৫ দিন পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটি কাটিয়ে প্রথম কার্যদিবস আজ সোমবার (১৫ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে চলছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

এদিন লেনদেন শুরুর দুই ঘন্টায় বেলা ১১ টা পর্যন্ত ডিএসইতে ১০৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর দেড় ঘন্টায় ৫০ দশমিক ২৯ পয়েন্ট পতনের পর ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৮১৩ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ০৬ পয়েন্ট পতনের পর অবস্থান করছে ১ হাজার ২৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ দশমিক ৪৬ পয়েন্ট পতনে দাঁড়িয়েছে ২ হাজার ২৪ পয়েন্টে।

আলোচিত সময়ে ডিএসইতে ৩৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ৪৭ টির, কমেছে ২৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ