1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
পাবলিক ইস্যু রুলস ২০১৫ সংশোধনী চূড়ান্ত হবে শিগগিরই
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৪:৫০ পিএম

পাবলিক ইস্যু রুলস ২০১৫ সংশোধনী চূড়ান্ত হবে শিগগিরই

  • আপডেট সময় : শনিবার, ১ জুন, ২০২৪
bsec

‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস ২০১৫’ শিগগিরই সংশোধনী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিএসইসি।

এ বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার প্রতিষ্ঠান ও তাদের প্রতিনিধিদের নিয়ে গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএসইসি জানায়, স্টেকহোল্ডার প্রতিষ্ঠান ও তাদের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের মতামতের পরিপ্রেক্ষিতে শিগগিরই ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস ২০১৫’-এর সংশোধনী চূড়ান্ত করা হবে। এতে সভাপতিত্ব করেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

সভায় বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘‌যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে তালিকাভুক্ত লাখ লাখ কোম্পানি রয়েছে। কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা খুব কম। আমরা কীভাবে দেশের ভালো ও সম্ভাবনাময় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে উৎসাহিত করতে পারি, তা নিয়ে কাজ করছি। আগামীতেও করব।’

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ