1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ গুঞ্জন, যা বললেন অর্থ উপদেষ্টা
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:৩১ পিএম

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ গুঞ্জন, যা বললেন অর্থ উপদেষ্টা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ সংক্রান্ত গুজব আবারও মাথাচাড়া দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব গুজবের কারণে শেয়ারবাজারে অস্থিরতা দেখা যাচ্ছে—কখনো সূচক বাড়ছে, কখনো আবার কমে যাচ্ছে।

তবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ বিষয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন। তিনি জানান, খন্দকার রাশেদ মাকসুদ বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি এই দায়িত্বে থাকবেন। আজ সোমবার (২০ মে) সচিবালয়ে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উপদেষ্টা বলেন, “রাশেদ মাকসুদ ভালোভাবে কাজ করছেন। তাঁর পদত্যাগ চাওয়ার মানে কী? কেউ কি আবার শিবলী রুবাইয়াতকে চায়?”

রোববার রাতে গুঞ্জন ওঠে, রাশেদ মাকসুদ পদত্যাগ করতে যাচ্ছেন এবং সে উদ্দেশ্যে তিনি অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে যাচ্ছেন। কিন্তু পরদিন বৈঠক শেষে এসব গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, “প্রতিদিন আমার পদত্যাগের গল্প ছড়ানো হয়। আমি এসেছি প্রধান উপদেষ্টার দেওয়া পাঁচ নির্দেশনার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করতে। অথচ সেটাকেই ঘুরিয়ে পদত্যাগের গল্প বানানো হয়েছে।”

তিনি আরও বলেন, “এভাবে প্রতিদিন ভিত্তিহীন গুজব ছড়ালে কাজ করবে কে? বাজারের জন্য সবচেয়ে জরুরি হলো আস্থা ও স্থিতিশীলতা। অথচ কিছু গুজব সেই আস্থায় আঘাত করছে।”

বৈঠকে আসন্ন বাজেট নিয়েও আলোচনা হয়েছে বলে জানান রাশেদ মাকসুদ। তিনি বলেন, “আমরা শেয়ারবাজারে কিছু প্রণোদনা সংক্রান্ত প্রস্তাব দিয়েছি। এখন বাজেট প্রস্তুতকারীদের ওপর নির্ভর করছে, সেগুলো বিবেচনায় নেওয়া হবে কি না।”

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ