1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে বড় পতন
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১২:০৭ পিএম

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে বড় পতন

  • আপডেট সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধের অবস্থা এবং যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি সংঘর্ষের প্রভাবে আন্তর্জাতিক পুঁজিবাজারে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পের শেয়ারে ব্যাপক দরপতন হয়েছে, যা মার্কিন বাজারে নেতিবাচক ছাপ ফেলেছে।

শনিবার (২১ জুন) ফ্রান্স ভিত্তিক সংবাদ মাধ্যম এএফপির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাজার সূচকগুলোর মধ্যে ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সামান্য বেড়েছে ০ দশমিক ১ শতাংশ হলেও, প্রধান সূচক এসঅ্যান্ডপি ৫০০- ০ দশমিক ২ শতাংশ কমে ৫ হাজার ৯৬৭ পয়েন্টে নেমে এসেছে। প্রযুক্তি খাতের সূচক নাসডাক কম্পোজিট ০ দশমিক ৫ শতাংশ পতিত হয়ে ১৯ হাজার ৪৪৭ পয়েন্টে বন্ধ হয়েছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর কোম্পানির শেয়ারগুলোতে ব্যাপক বিক্রি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের চীনে প্রযুক্তি সরবরাহে শর্তাবলী কঠোর করার সম্ভাবনা এবং ইরান-ইসরায়েল সংঘাতের তীব্রতায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বাজারে ‘ডি-রিস্কিং’ অর্থাৎ ঝুঁকি কমানোর প্রবণতা দেখা দিয়েছে, যেখানে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদে পরিবর্তন করতে শেয়ার বিক্রি করছেন।

৫০ পার্ক ইনভেস্টমেন্টসের বিশেষজ্ঞ অ্যাডাম সারহান বলেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধ অব্যাহত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় বিনিয়োগকারীরা নিরাপত্তাহীনতায় বিক্রি করছে।”

একদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখলেও, শুল্ক নীতির কারণে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা কমাতে ব্যাংকগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

কোম্পানি পর্যায়ে, যদিও ক্রোগার ও কারম্যাক্সের মতো কিছু কোম্পানির শেয়ার উন্নতি করেছে, তবুও সামগ্রিক বাজার পরিস্থিতি নেতিবাচক থাকায় সাধারণ বিনিয়োগকারীদের মনোবল কমেছে।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান-ইসরায়েল যুদ্ধের অচলাবস্থার কারণে বিশ্বব্যাপী অর্থনীতির ওপর চাপ বাড়তে পারে, যা পুঁজিবাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে থাকবে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ