1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ঢাকা ব্যাংকের বোনাস ডিভিডেন্ডের জন্য নতুন রেকর্ড ডেট ঘোষণা
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১২:১০ পিএম

ঢাকা ব্যাংকের বোনাস ডিভিডেন্ডের জন্য নতুন রেকর্ড ডেট ঘোষণা

  • আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
dhaka bank

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসি তাদের স্টক ডিভিডেন্ডের জন্য একটি নতুন রেকর্ড ডেট ঘোষণা করবে। কারণ কোম্পানিটি এখনো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে স্টক ডিভিডেন্ড ইস্যু করার অনুমতি পায়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, পূর্বে ঘোষিত ২৫ জুনের রেকর্ড ডেট তাদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের জন্য বৈধ থাকবে। বিএসইসি থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ডের জন্য নতুন রেকর্ড ডেট ঘোষণা করা হবে। ডিএসই’র তথ্য অনুযায়ী, গত ১৬ জুন ব্যাংকটি ৫ শতাংশ বোনাস শেয়ার বিতরণের জন্য বিএসইসির কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের জন্য ঢাকা ব্যাংক মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার রয়েছে। বোনাস শেয়ার ইস্যু করার উদ্দেশ্য হলো বাসেল-III নির্দেশিকা অনুযায়ী ব্যাংকের মূলধন ভিত্তি শক্তিশালী করা, যা দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্প্রসারণে সহায়তা করবে।

এদিকে, ব্যাংকটি ২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোর ব্যাংকিং কার্যক্রম থেকে উচ্চ অপারেটিং আয়ের কারণে দৃঢ় আয়ের পারফরম্যান্স দেখিয়েছে। গত ২৭ মে প্রকাশিত ব্যাংকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, এই সময়ে তাদের নীট মুনাফা ১১ শতাংশ বেড়ে ৮৪ কোটি ৬৩ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরের একই প্রান্তিকে ছিল ৭৬ কোটি ৫ লাখ টাকা। তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭৬ পয়সা থেকে বেড়ে ৮৪ পয়সায় উন্নীত হয়েছে।

ঢাকা ব্যাংক ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ব্যাংকের মোট শেয়ারের ৪৪ শতাংশ স্পন্সর ও পরিচালকদের কাছে রয়েছে। বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১২.৪৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৩.৫৫ শতাংশ শেয়ার।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ