1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
এলআর গ্লোবালের ৬ ফান্ডের ৪৯ কোটি টাকা ফেরত আনার নির্দেশ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:২৪ পিএম

এলআর গ্লোবালের ৬ ফান্ডের ৪৯ কোটি টাকা ফেরত আনার নির্দেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অ-তালিকাভুক্ত অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের শেয়ারে বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করা সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টের ৬ ফান্ডের ৪৯ কোটি টাকা সুদসহ ৩০ দিনের মধ্যে ফান্ডগুলোতে জমা প্রদানের নির্দেশ দিয়েছে। এই নির্দেশ অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে ৬০ কোটি টাকা জরিমানা আরোপের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

মঙ্গলবার (১৫ জুলাই) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৬৩ তম কমিশন সভা এ সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার (১৬ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ফান্ডগুলোতে অর্থ ফেরত আনতে ব্যর্থ হলে এলআর গ্লোবালের কর্মকর্তাদের মধ্যে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে ৫০ কোটি টাকা, পরিচালক ও ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল কমিটির সদস্য জর্জ স্টক সিপিএ’কে ৪ কোটি টাকা, কোম্পানির হেড অব লিগ্যাল মনোয়ার হোসেনকে ৪ কোটি টাকা, প্রধান অর্থ কর্মকর্তা রোনাল্ড মিকিকে ১ কোটি টাকা এবং এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টকে ১ কোটি টাকা জরিমানা করা হবে।

এছাড়াও, ফান্ডগুলো হতে বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ হওয়ায় বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন হয়েছে বলে বিএসইসি মনে করছে। এরফলে উক্ত ফান্ডগুলোতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভূমিকা ও দায়-দায়িত্ব নিরুপণের বিষয়ে সভায় অনুসন্ধান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ