1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
শেয়ারবাজারে ২৪ প্রতিষ্ঠানের শেয়ারে ১০-২৩ শতাংশ মুনাফা
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৪:১৭ পিএম

শেয়ারবাজারে ২৪ প্রতিষ্ঠানের শেয়ারে ১০-২৩ শতাংশ মুনাফা

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

সাম্প্রতিক সময়ে দেশের শেয়ারবাজারে চলছে ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা। এর সুফল ঘরে তুলতে সক্ষম হচ্ছেন কিছু কিছু বিনিয়োগকারী। গত ৭ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার পর্যালোচনায় দেখা গেছে, ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা ১০ থেকে ২৩ শতাংশের বেশি মুনাফা তুলে নিতে সক্ষম হয়েছেন।

যেসব প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ করে উল্লেখযোগ্য মুনাফা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে অ্যাপেক্স স্পিনিং, মনোস্পুল পেপার, রহিমা ফুডস, ইস্টার্ন লুব্রিক্যান্টস, বিডি ফাইন্যান্স, আরামিট, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, কাশেম ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্যাসিফিক ডেনিমস, জেমিনি সি ফুডস, প্রাইম ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, একমি পেস্টিসাইড, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুচ্যয়াল ফান্ড, এপেক্স ট্যানারি, আইডিএলসি, বিডি অটোকারস, স্টাইল ক্র্যাফট, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, বিবিএস ক্যাবলস, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং তাল্লু স্পিনিং।

অ্যাপেক্স স্পিনিং

গত ৭ দিনে এই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২৩.৮৯ শতাংশ বা ২৪ টাকা ৮০ পয়সা। প্রতিটি শেয়ার সর্বশেষ ১২৮ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

মনোস্পুল পেপার

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে মনোস্পুল পেপার। কোম্পানিটির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে ২০.৭৯ শতাংশ বা ১৮ টাকা ৯০ পয়সা। প্রতিটি শেয়ার সর্বশেষ ১০৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

রহিমা ফুড

তৃতীয় সর্বোচ্চ মুনাফা এসেছে রহিমা ফুডের শেয়ার থেকে, যা ২০.২৯ শতাংশ বা ২০ টাকা ৭০ পয়সা বেড়েছে। প্রতিটি শেয়ার সর্বশেষ ১২২ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইস্টার্ন লুব্রিক্যান্টসের ২০.০৮ শতাংশ, বিডি ফাইন্যান্সের ১৮.৮৯ শতাংশ, আরামিটের ১৭.২৬ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৬.৯৮ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ১৬.৭২ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৫.৩০ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ১৫ শতাংশ, জেমিনি সি ফুডসের ১৪.৭৯ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ১৪.৪৪ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৩.১৪ শতাংশ, একমি পেস্টিসাইডের ১৩.০৮ শতাংশ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ১২.৪১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুচ্যয়াল ফান্ডের ১২.১৪ শতাংশ, এপেক্স ট্যানারির ১১.৯৩ শতাংশ, আইডিএলসির ১১.৬১ শতাংশ, বিডি অটোকারসের ১০.৯১ শতাংশ, স্টাইল ক্র্যাফটের ১০.৫৩ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১০.২৫ শতাংশ, বিবিএস ক্যাবলসের ১০.১৯ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১০.১৭ শতাংশ এবং তাল্লু স্পিনিংয়ের ১০ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।

তবে বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, সামগ্রিকভাবে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা এখনো বড় ধরনের লোকসানে রয়েছেন। বর্তমান মুনাফা তাদের পূর্বের ক্ষতির তুলনায় যৎসামান্য। তা সত্ত্বেও বাজারের এই ধারাবাহিক উত্থান বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে, যা ভবিষ্যতে আরও বেশি মুনাফার সুযোগ তৈরি করবে বলে তারা আশা করছেন।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ